রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৩:১০

যে সুখবর দিল ঢাকার ইতালি দূতাবাস

যে সুখবর দিল ঢাকার ইতালি দূতাবাস

এমটিনিউজ২৪ ডেস্ক : ভিসা প্রসেসিংয়ে দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্তের পাশাপাশি কিছু ব্যবস্থা গ্রহণের কথা জানায় ঢাকার ইতালি দূতাবাস।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং উভয় দেশে জালিয়াতিমূলক কার্যকলাপ বোঝা এবং শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে।

এতে আরও বলা হয়, ভিসা ইস্যুতে ইতালীয় পুলিশ পরিচালিত একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের দুই সাবেক কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। যার মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশি নাগরিক। তাদের গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন আদালত।

এসব ক্ষেত্রে প্রতারণা সংক্রান্ত ঘটনায় ইতালির পুলিশের (গার্ডিয়া ডি ফিনানজা) তদন্তের ফলে সম্প্রতি দূতাবাসের দুজন সাবেক কর্মী সদস্যসহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি নাগরিক অভিযুক্ত হয়েছে এবং তাদের গৃহবন্দি করা হয়েছে।

এটি দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ। একইসঙ্গে এটি অভিবাসীদের নির্যাতন ও প্রতারণা থেকে রক্ষা করার জন্য দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিখুঁত তল্লাশি কার্যক্রমের আরও একটি প্রমাণ।

ভিসা আবেদনকারীদের অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কনস্যুলার এবং পরিষেবা ফি ছাড়া কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।

আবেদন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো অনিময়ম ও অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে জানাতে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী আনার কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে এবং সামনের মাসগুলোতে বিদ্যমান সমাস্যা দ্রুত সমাধান হবে বলেও বিবৃতিতে বলা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে