নিউজ ডেস্ক: ‘ভারতীয় সেনাপ্রধান আবারও বাংলাদেশে আসছেন’ বৃস্পতিবার ভারতের টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ শুক্রবার প্রকাশিত হয়েছিল। কিন্তু খবরটি ভুল ছিল বলে টাইমস অফ ইন্ডিয়া তাদের সংবাদটি প্রত্যাহার করে নিয়েছে।
এ বিষয় নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, এই মাসে ভারতের সেনাপ্রধান দ্বিতীয় বারের জন্য ঢাকা সফর করবেন বলে ইন্ডিয়া টাইমসের সূত্র দিয়ে সংবাদ প্রকাশ করেছে ঢাকার কয়েকটি গণমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া তাদের ‘ভুল প্রতিবেদন’ দ্রুত সরিয়ে নিলেও ঢাকার গণমাধ্যম তা করেনি। কি দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা!’
বাংলাদেশের অনেক গণমাধ্যম এ বিষয়ে পুনরায় কোনো প্রতিবেদন প্রকাশ করেননি বা ওই প্রতিবেদন সরিয়ে নেয়নি।
বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল আবার ঢাকা সফর করবেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সইয়ের পর এই সফরের সংবাদ সত্য হলে এটি হতো ভারতীয় সেনাপ্রধানের দ্বিতীয় ঢাকা সফর।
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ঢাকা সফর করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত।-চ্যানেল আই
২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস