ঢাকা : নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কর্মচারীসহ সাত জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নাম পরিচয় জানা না গেলেও তাদের একজন পিএসসির কর্মকর্তা বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম বলেন, গত শনিবার উপজেলা প্রকৌশলী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার আগে হাতে লিখে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আটকরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ