সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৭:০০

শিক্ষার্থীদের বিক্ষোভে আজও ঢাকা অচল

শিক্ষার্থীদের বিক্ষোভে আজও ঢাকা অচল

ঢাকা : ভ্যাট প্রত্যাহার দাবিতে আজও ঢাকার রাস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকার ওভার ব্রিজের নিচে রাস্তা অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেখানে জড়ো হয়ে তারা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

একই দাবিতে ক্লাসবর্জনের পর ক্যাম্পাসের সামনের বাড্ডা-রামপুরা-মৌচাক সড়ক অবরোধ করে রেখেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। রামপুরার আবতাবনগরের ক্যাম্পাসের সামনের সড়ক তারা বেলা সাড়ে ১০টা থেকে অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া রাজধানীর আসাদ গেট-ধানমন্ডি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরই অংশ হিসেবে গতকাল রবিবার রাজধানীর অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দিনভর তারা এই কর্মসূচি পালন করেন। এতে গোটা রাজধানী অচল হয়ে পড়ে।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে