বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭, ০২:৩৩:৫২

সৌদি আরব ছাড়তে হচ্ছে ১২ হাজার বাংলাদেশিকে, নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছে সরকার

সৌদি আরব ছাড়তে হচ্ছে ১২ হাজার বাংলাদেশিকে, নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছে সরকার

নিউজ ডেস্ক: ১২ হাজার বাংলাদেশি অভিবাসীকে সৌদি আরব ছাড়তে হচ্ছে।

অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছে রিয়াদ। কর্তৃপক্ষের এমন কঠোর নিষেধাজ্ঞার কারণে জুনের ৩০ তারিখের মধ্যেই সৌদি ছাড়তে হচ্ছে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের। দ্য স্টেটসম্যানের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

৩০ জুনের মধ্যে দেশ ছাড়ার জন্য বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ছাড়পত্র দিয়েছে সৌদি সরকার। এই অভিবাসীদের সাধারণ ক্ষমার মাধ্যমে দেশে ফেরত পাঠানো হবে। তবে ভবিষ্যতে বৈধ নিয়মে তারা আবারও সৌদি যেতে পারবেন।

তবে যারা নির্ধারিত সময়ে দেশ ছাড়বেন না তাদের জেল এবং জরিমানা গুনতে হবে। চলতি মাসের ২০ তারিখে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার ঘোষণা দিয়েছে সৌদি।

সৌদিতে বাংলাদেশি দূতাবাসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ৭ হাজার ৩০৯ জন অবৈধ বাংলাদেশি রিয়াদ থেকে এবং আরো ৪ হাজার ৪৫৫ জন অবৈধ বাংলাদেশি জেদ্দাহ থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে