সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২২:০৮

অবশেষে ভ্যাট প্রত্যাহার করে নিল সরকার

 অবশেষে ভ্যাট প্রত্যাহার করে নিল সরকার

ঢাকা : অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর সাড়ে সাত ভাগ হারে ভ্যাট প্রত্যাহার করে নিল সরকার। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভ্যাট প্রত্যাহার করার দাবিতে গত কয়েকদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে প্রতিবাদ বিক্ষোভ করে আসছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভ্যাট প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত পেয়ে রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। এসময় অনেকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে বলেন, এ বিজয় শিক্ষা ব্যবস্থার।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে