ঢাকা : ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় রাজধানীর উত্তরা, রামপুরাসহ রাজধানীর সব সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা তাদের সড়ক অবরোধ তুলে নেন।
এর আগে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মত বৈঠকে টিউশন ফির ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়।
পরে সরকারের মন্ত্রীদের বরাতে গণমাধ্যম ভ্যাট প্রত্যাহারের খবর দেয়। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।
রামপুরা আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে আনন্দ মিছিল করেন। পরে তারা ক্যাম্পাসে ফিরে যান।
তবে শিক্ষার্থীরা জানান, ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় আমরা সাময়িকভাবে আন্দোলন তুলে নিয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া হলে পুনরায় আন্দোলন শুরু হবে।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ