বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০২:২৬:৩৪

কেউ পাস করেনি ৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

কেউ পাস করেনি ৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

নিউজ ডেস্ক: সারাদেশে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এবার কেউ পাস করেনি। এই সংখ্যা গত বছর এ রকম প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩। এবছর ৪০টি প্রতিষ্ঠান বেড়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘এবছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি। গত বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ৭৩৪টি। এবছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ হাজার ৪৬৮টি।’

এবার মোট ২৮ হাজার  ৩৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। গত বছর এই সংখ্যা ছিল ২৮ হাজার ১০৭টি। এবার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৫২টি।

দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৮১.২১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬.২০ শতাংশ এবং আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮. ৬৯ শতাংশ। ১০ বোর্ড মিলিয়ে মোটে পাসের হার ৮০. ৩৫ শতাংশ।

শিক্ষামন্ত্রী জানান, এবার পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। ১০টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। আর সারাদেশে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৪ হাজার ৭৬১ জন।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে