বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০৪:২৩:২৩

পাশের হার ও জিপিএ-৫ এ সবার উপরে চট্টগ্রাম বোর্ড

পাশের হার ও জিপিএ-৫ এ সবার উপরে চট্টগ্রাম বোর্ড

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের পরীক্ষায় পাশের হার ৮০.৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী।

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এই বোর্ডে পশের হার ৮৩.৯৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

এর পরেই রয়েছে দিনাজপুর বোর্ড। এই বোর্ডে পশের হার ৮৩.৯৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ডে পাশের হার ৮০.২৬ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৬৬৩ শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.০৩ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাশের হার ৭৭.২৪ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী।

৮টি বোর্ডে মোট পাশের হার ৮১.২১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৬.২০ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার জন শিক্ষার্থী।

কারিগরি বোর্ডে পাশের হার ৭৮.৬৯ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ১৭৮ জন শিক্ষার্থী।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে