নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই অাগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং তাদের সে ভাবেই গড়ে তুলতে হবে। সারা বিশ্বে অাজ প্রতিযোগিতা চলছে। মেধার দিক থেকে অামাদের ছেলে-মেয়েরা কোনো অংশেই কম নয়।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৭ এর ফলাফল হস্তান্তরের পর তিনি এসব কথা বলেন। এর অাগে প্রধানমন্ত্রীর সামনে ফলাফলের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কম। এবার মোট পাসের হার ৮০.৩৫ শতাংশ। ২০১৬ সালে পাসের হার ছিল ৮৮.২৩ শতাংশ। আর শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের পাসের হার বেশি। এবার ছাত্রদের পাসের হার ৭৯.৯৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হারে ৮০. ৭৮ শতাংশ।
এসময় ছেলেদের পড়ালেখায় আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের ফেল করার প্রশ্নই উঠে না। আমি চাই আমাদের ছেলে মেয়েরা শতভাগ পাশ করুক। সেকারণে ছেলেদের পড়ালেখায় আরও বেশি মনোযোগী হতে হবে। সব সময় সমানে সমান থাকতে হবে।
৪ মে ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস