শুক্রবার, ০৫ মে, ২০১৭, ১২:৩০:৫৩

আওয়ামী লীগে যোগ দিচ্ছেন ১৪ স্বতন্ত্র এমপি

আওয়ামী লীগে যোগ দিচ্ছেন ১৪ স্বতন্ত্র এমপি

নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের ১৪ জন স্বতন্ত্র সদস্য আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। আগামী ৭ মে তারা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠেয় আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে অংশ নেয়ার মধ্য দিয়ে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বুধবার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ১২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম ও আওয়ামী লীগ সংসদীয় দলের সদস্য সচিব নূর-ই-আলম চৌধুরী লিটন উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র সংসদ সদস্যরা হলেন- কুমিল্লা-৩ আসনের ইউসুফ আব্দুল্লাহ হারুন, গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ, নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোল্লা, নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদার, মেহেরপুর-২ আসনের মকবুল হোসেন, কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য্য, ঢাকা-৭ আসনের হাজী মোহাম্মদ সেলিম, নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খান, মৌলভীবাজার-২ আসনের আবদুল মতিন, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, ফরিদপুর-৪ আসনের মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং পার্বত্য রাঙামাটির ঊষাতন তালুকদার।

এই স্বতন্ত্র সংসদ সদস্যরা ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন, নির্বাচিত হয়ে সংসদে আসেন। নিয়ম অনুযায়ী স্বতন্ত্র সদস্যদের আওয়ামী লীগের যোগদানের আগ্রহের বিষয়টি চিফ হুইপকে লিখিতভাবে জানাতে হবে। চিফ হুইপ তা স্পিকারকে অবহিত করবেন। এরপর স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন।

নির্বাচন কমিশন কর্তৃক তাদের নাম আওয়ামী লীগের এমপি হিসেবে গেজেট আকারে প্রকাশিত হওয়ার পরপরই তারা ক্ষমতাসীন দলটির এমপি হিসেবে স্বীকৃতি পাবেন। জানতে চাইলে এ প্রসঙ্গে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, স্বতন্ত্র এমপিদের মধ্যে অনেককেই আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।

নরসিংদী-২ আসনের স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান বলেন, স্বতন্ত্র সদস্যরা আওয়ামী লীগের এমপি হিসেবে স্বীকৃতির বিষয়ে আগ্রহ দেখালে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ মে সংসদীয় দলের বৈঠকে যোগদানের মধ্য দিয়ে এই স্বতন্ত্র এমপিরা আওয়ামী লীগ দলীয় এমপি হিসেবে পরিচিতি পাবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুরের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন, '১৬ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১৪ জন আওয়ামী লীগে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।'
৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে