শুক্রবার, ০৫ মে, ২০১৭, ০১:২৫:১৮

বদলে যেতে শুরু করেছে ঢাকা উত্তর : আনিসুল হক

বদলে যেতে শুরু করেছে ঢাকা উত্তর : আনিসুল হক

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্ণ হচ্ছে আজ। মেয়রের দুই বছরের কর্মকাণ্ড সম্পর্কে এক সাক্ষাৎকারে আনিসুল হক বলেন, রাজধানী ঢাকা বদলে যেতে শুরু করেছে। শহর প্রতিদিনই কিছু না কিছু বদলাচ্ছে।

তিনি বলেন, দুবছরে যে অনেক কিছু করে ফেলেছি তা দাবি করতে পারব না। তবে কিছু কাজ করেছি। সাধারণ মানুষ দেখছে। আমরা যতটুকু বুঝতে পারি আমাদের কাজে মানুষ অখুশি নয়। বেশকিছু প্রশংসা পাচ্ছি। কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি সাধারণ মানুষের কথায়।

আনিসুল হক বলেন, রাজধানীর বেশকিছু কাজ আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি। শহরের মধ্যে তেজগাঁও সাতরাস্তা থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে আমার এবং ছয় সহকর্মীর জীবন বিপন্ন হয়েছিল। ঘরে ফিরে যেতে পারব কি না জানতাম না। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে সাহস নিয়ে এগিয়ে গেছি। ৫০ বছর আগের দখল করা সাবেক গভর্নর মোনায়েম খাঁর দখল করা জমি অবমুক্ত করেছি, রাজধানীর গুলশানের ৯৪ নম্বর সড়কের ‘গামকা’ কার্যালয় সরিয়ে দিয়েছি।

তিনি বলেন, মিরপুর এলাকার একটি রাস্তা বড় করতে গিয়ে প্রায় ২০০ বাড়ি ও দোকানদারকে হঠাতে হয়েছে। গুলশানে মরিয়ম টাওয়ারের পেছনে ৫শ’-৭শ’ ফুট জায়গা কেস করে দখল করে রাখা হয়েছিল। বর্তমানে আদালতের বাইরে তার নিষ্পত্তি হয়েছে। এখানে একটি চমৎকার বিকল্প রাস্তা হবে। এ কাজগুলো গোছাতে অনেক সাহসী হতে হয়েছে।

যানজট নিরসনের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি মেয়র বলেন, আসলে যানজট নিরসনের জন্য যেসব সরকারি প্রতিষ্ঠান কাজ করে তার একটিরও দায়িত্বে মেয়র নেই। মেয়রের কোনো প্রতিষ্ঠান গাড়ির লাইসেন্স দেয় না, সব জায়গার রাস্তার দেখাশোনা করে না, ট্রাফিক নিয়ন্ত্রণ করে না। সুতরাং যানজট নিরসনে সরাসরি মেয়রের কোনো অংশগ্রহণ নেই। তবু মানুষের প্রত্যাশার জায়গা থেকে উদ্যোগ নিচ্ছি। এ উদ্যোগের মধ্যে আছে রাস্তা প্রশস্তকরণ। যে শহরে প্রতি কিলোমিটারে এক লাখের মতো মানুষ বসবাস করে সেই শহরে যানজট নিরসন খুব কঠিন কাজ। গাজীপুর থেকে সাতরাস্তা পর্যন্ত ২১টি ইউটার্ন তৈরি করছি। রাস্তা বড় করে এই ইউটার্নগুলো আমরা তৈরি করছি যেন গাড়ি আটকে না থাকে। এগুলো পাঁচ-ছয় মাসের মধ্যে শেষ হলে যানজট অনেকটা কমে যাবে বলে আশা করি। বিডি প্রতিদিন

৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে