রবিবার, ০৭ মে, ২০১৭, ০৭:১২:২৩

৩০ জন দেহরক্ষী নিয়ে গোয়েন্দা কার্যালয়ে প্রিন্স মুসা

৩০ জন দেহরক্ষী নিয়ে গোয়েন্দা কার্যালয়ে প্রিন্স মুসা

নিউজ ডেস্ক : শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং এর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হয়েছেন ‘অসুস্থ’ প্রিন্স মুসা। রোববার বিকেল ৩টার দিকে ৬টি গাড়িতে কমপক্ষে ৩০ জন দেহরক্ষী নিয়ে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন তিনি। এ ছাড়া  প্রিন্স মুসার সঙ্গে আরও ৫ জন আইনজীবী রয়েছেন।

বাকশক্তি হারিয়ে যাওয়ার কথা বলে শুল্ক ফাঁকির অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ দুই সপ্তাহ পিছিয়ে ছিলেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন সমশের। সময় সীমা পার হওয়ার পর তিনি রোববার রাজধানীর কাকরাইলে আসেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে আসেন অভিযোগের ব্যাখ্যা দিতে।

তীব্র গরমে কালো পোশাক পড়া মুসা ও তার দলকে নিয়ে এলাকায় নানা আলোচনা তৈরি হয়। কালো ব্লেজার আর শার্টের সঙ্গে টাই পরা চোখে সানগ্লাস পরা দেখা যায় নারী ও পুরুষ দেহরক্ষীদের।

গত ২১ মার্চ ধানমন্ডির একটি বাড়ি থেকে মুসার বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক করে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দারা। ভুয়া আমদানি দলিলাদি দিয়ে গাড়িটি ভোলার বিআরটিএ অফিস থেকে ভূয়া বিল অব এন্ট্রি দিয়ে ফারুকুজ্জামান নামের এক ব্যক্তির নামে নিবন্ধন করানো হয়। এর নিবন্ধন নম্বর ছিল ভোলা ঘ ১১-০০-৩৫ হিসেবে।

গাড়িতে শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং সংক্রান্ত তদন্তের জন্য ২০ এপ্রিল মুসাকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক (ডিডি) এইচ এম শরিফুল হাসানসহ দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি মুসাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ড. মইনুল খানসহ ৫ জন কর্মকর্তা মুসাকে জিজ্ঞাসাবাদ করছেন।

৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে