রবিবার, ০৭ মে, ২০১৭, ১০:২৮:৫০

‘দেশের ১০টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে সেনা মোতায়েন করা হয়েছে’

‘দেশের ১০টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে সেনা মোতায়েন করা হয়েছে’

নিউজ ডেস্ক : বিদ্যুৎ কেন্দ্রে জঙ্গি-সন্ত্রাসী হামলাসহ যে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রবিবার জাতীয় সংসদে সরকারী দলের ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি আরো জানান, বাংলাদেশ সরকারের ‘কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩’- এর নির্দেশনা মোতাবেক প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিরাপত্তা নীতিমালা তৈরি করা হয়েছে।  

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থা/কোম্পানীসমূহের ১৭৪টি স্থাপনাকে কেপিআই হিসেবে ঘোষণা করা হয়েছে। আরো ২১টি স্থাপনাকে কেপিআই হিসেবে ঘোষণার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ১০টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্ব অনুসারে বিদ্যুৎ কেন্দ্রসমূহে নিজস্ব নিরাপত্তা প্রহরীর সঙ্গে আনসার অঙ্গীভূত করা হয়েছে। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে।  

তিনি আরো জানান, বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তার কাজে মেটাল ডিটেক্টর, ভেহিকল মিরর, আর্চওয়ে ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে