বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ১০:২৮:৪১

সাফাত আহমেদ ও সাদমান সাকিফ গ্রেপ্তার

সাফাত আহমেদ ও সাদমান সাকিফ গ্রেপ্তার

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীতে হোটেলে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে সম্ভ্রমহানীর ঘটনায় দায়ের করা মামলার মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ এবং তিন নম্বর আসামি সাদমান সাকিফ।

আইজিপি মো. শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি বাসা থেকে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশ ও ঢাকার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাফাত (২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে। গ্রেপ্তার সাদমান (২৪) পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে।

১১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে