শুক্রবার, ১২ মে, ২০১৭, ০৩:১০:০১

অর্থাভাবে পড়াশোনা বন্ধ হতে যাচ্ছে ‘পিএসসি ও জেএসসির পর এসএসসিতেও জিপিএ ৫ পাওয়া ফারজানার

অর্থাভাবে পড়াশোনা বন্ধ হতে যাচ্ছে ‘পিএসসি ও জেএসসির পর এসএসসিতেও জিপিএ ৫ পাওয়া ফারজানার

সাঁথিয়া (পাবনা): জিপিএ ৫ পেয়েও দারিদ্রের কষাঘাতে অর্থাভাবে উচ্চ শিক্ষা না হওয়ার দুশ্চিন্তায় রয়েছে সাঁথিয়ার হত দরিদ্রের সন্তান মোছাঃ ফারজানা রহমান। সে এ বছর ধুলাউড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার জিপিএ ৫ পেয়েছে। তবে বন্ধ হতে যাচ্ছে তার পড়াশোনা।

মোছাঃ ফারজানা রহমান সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের স্বামী পরিত্যাক্তা মোছাঃ ছালমা খাতুনের মেয়ে। সে পিএসসি, জেএসসিতে জিপিএ ৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এছাড়াও জাতীয় সৃজনশীল মৃধা অন্বেশনে ২০১৪, ১৫ ও ১৬ সালে ভাষা সাহিত্য, গনিত ও কম্পিউটারে উপজেলার প্রথম স্থান অধিকার করেছিল।

জানা যায় সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের স্বামী পরিত্যাক্তা সংস্থার শ্রমিক মোছাঃ ছালমা খাতুনের একমাত্র মেয়ে। সে অতি কষ্টে সবার সহযোগিতায় লেখাপড়া করে এ সাফল্য অর্জন করেছে। ছালমা খাতুন জানান একমাত্র সন্তান জন্মের পর স্বামী তাকে ছেড়ে চলে গেলে পিতার বাড়ীতে থেকে একটি সংস্থায় পারটাইম কাজ করেন।

সামান্য আয়ে মেয়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব নয় বলে মেধাবী ফারজানা রহমানের উচ্চ শিক্ষার আশা ভেস্তে যেতে বসেছে। অর্থাভাবে মেধাবী ছাত্রীর মুখ থুবড়ে পড়ছে। হয়তো সেও হতে পারে একদিন দেশের বড় কোন কর্ণধার, তার দ্বারা বয়ে আনতে পারে দেশের সুফল।

তাই মেধাবী ফারজানার আশা আকাংখা পূরন করতে সমাজের সহৃদয় বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছে। ফারজানা রহমানের ইচ্ছা উচ্চ শিক্ষিত ডাক্তার হয়ে মানব সেবার মহান পেশায় নিয়োজিত হওয়া।
১২ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে