মাহমুদ আজহার : ভিশন-২০৩০ ঘোষণার পর বিএনপি নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। দলের ভিতরে-বাইরে সর্বত্রই এ নিয়ে আলোচনা চলছে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপি-প্রধানের রূপরেখা দেওয়ার পর ভিশন-২০৩০ নিয়ে আশাবাদী মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। চায়ের টেবিল থেকে শুরু করে মাঠেঘাটে নেতা-কর্মীরা খালেদা জিয়ার বক্তব্য বিশ্লেষণ করছেন।
দলের শীর্ষ নেতারাও বলছেন, এ ভিশন ঘোষণায় দেশি-বিদেশি কূটনৈতিক মহলেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। ঢাকার সব বিদেশি মিশনে বেগম জিয়ার ভিশনের কপি পৌঁছে দেওয়া হয়েছে। দেশের বুদ্ধিজীবীরাও এ নিয়ে ইতিবাচক সমালোচনা করছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, খালেদা জিয়ার এই ভিশন-২০৩০ বাস্তবায়নই হবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২০০৮-এ ভিশন-২০২১ ঘোষণার পর ২০১৪ সালের ইশতেহারে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকল্প দেয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশে এখন সবচেয়ে জনপ্রিয় দল। তাই আগামী প্রজন্মকে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চায়। এ লক্ষ্যেই আমাদের চেয়ারপারসন ঘোষণা করেছেন ভিশন-২০৩০। ক্ষমতায় গেলে বিএনপি সবার সহযোগিতা নিয়ে এই ভিশন বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা চালাবে। ’
বিএনপি নেতারা বলছেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সামনে রেখেই এই ভিশন দেওয়া হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এই ভিশনে উৎসাহিত হবে। এ ছাড়া গুরুত্ব দেওয়া হয়েছে নারীদের। তাদের আর্থ-সামাজিক উন্নয়নে এই ভিশনে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের ভিশন, পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু তার আগেই তারা (আওয়ামী লীগ) একে ধাপ্পাবাজি ও ভাঁওতাবাজি বলছেন। এসব বলে তারা নিজেদেরকে নিজেরাই বোকা বানিয়েছেন। আসলে তাদের মধ্যে নার্ভাসনেস দেখা দিয়েছে, সরকারের মধ্যে একটা অসহনীয় অবস্থা। কেন তাদের মধ্যে জ্বালা বা গাত্রদাহ তা আমরা বুঝতে পারছি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির এ রকম ভিশন জাতির সামনে তুলে ধরা দরকার ছিল। একে আমি ঠিক ভিশন বলব না, এটা হলো একটা কর্মসূচি। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারলে এগুলো তারা বাস্তবায়ন করবে। জনসাধারণ ক্ষমতার উৎস, তারাই সিদ্ধান্ত নেবে। তবে এটা বাস্তবায়ন করা দলটির জন্য একটি চ্যালেঞ্জও। তবে অসম্ভব নয়। আপাতত মনে হচ্ছে, সাধারণ কর্মী-নেতাদের মধ্যে একটা উদ্দীপনা দেখা দিয়েছে। সুতরাং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খালেদা জিয়া সম্পূর্ণ সফল।’
অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের মতে, ‘বিএনপির ভিশন-২০৩০ আগামী জাতীয় নির্বাচনের আগে তাদের রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচনী ইশতেহার। পজিটিভ কর্মসূচিভিত্তিক যে রাজনৈতিক চর্চা তা জাতির জন্য শুভ। আওয়ামী লীগের যেমন ভিশন-২০২১ ও ২০৪১ আছে সেভাবে বিএনপি একটি ভিশন প্রকাশ করল; এই চর্চাটা ভালো।’
তিনি বলেন, ‘বিএনপি কোনো প্রভাব বা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। হ্যাঁ, এটা একটা প্রভাব ফেলতে পারে তার জন্য আগামী ১০ বছর বিএনপি সরকার বা বিরোধী দল যেখানেই থাকুক তাদের পরীক্ষা-নিরীক্ষার সম্মুখীন হতে হবে।’ বিডি প্রতিদিন
১৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি