নিউজ ডেস্ক : বনানীর রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে সম্ভ্রমহানীর মামলার পরই বেরিয়ে আসতে শুরু করছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য। মামলার অন্যতম প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ।
ওই মামলা দায়েরের পর ধীরে ধীরে উঠে সাফাত আহমেদের উচ্ছৃঙ্খল জীবনযাপনের নানা চিত্র। সাফাত ও তার পরিবার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাফাতের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা। এবার মুখ খুললেন সাফাতের মা ও আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদ সেলিমের স্ত্রী নিলুফার জেসমিন।
দেশজুড়ে যখন ছেলে কুকর্মের বিরুদ্ধে তোলপাড় শুরু হয় তখন ছেলে সাফাতের এমন কর্মকাণ্ডে বাবা দিলদার আহমেদ সেলিম মোটেও অনুতপ্ত নন। বরং আপন জুয়েলার্সের কর্ণধরের ভাষ্য অনুযায়ী, জোয়ান ছেলেরা একটু-আধটু এমন কাজ করবেই। তবে সাফাতের মা নিলুফার জেসমিনের দাবী বাবার প্রশ্রয়ের কারনেই ছেলের এত অধঃপতন।
নিলুফার জেসমিন বলেন, সাফাতের বাবা ছেলেকে অনেক অসৎ কাজ করতে উৎসাহ দিয়েছেন। তার প্রশ্রয় পেয়েই ছেলের আজকে এই দশা হয়েছে। তিনি নির্যাতিত দুই মেয়েদের সাথে যা হয়েছে তা সত্য হলে এটি অন্যায় বলেও অভিমত দেন।
তিনি বার বার ডুকরে কেঁদে উঠছিলেন এবং বলছিলেন এত টাকা আর প্রাচুর্য্য চারিদিকে কিন্তু তার মনে কোনো শান্তি নেই। রাস্তার কুকুর থেকে শুরু করে সমাজের সকলেই এখন তাদের ঘৃণা করে। সারা দেশে তাদের বিরুদ্ধে এত প্রতিবাদে তিনি অত্যন্ত বিব্রত ও ভীত বোধ করছেন। গত কয়েকদিন ধরে নিজের বাসাতেও থাকতে পারছেন না বলেও জানান তিনি। নিলুফার জেসমিন মনে করছেন তার ছেলে আর কোনোদিনও ঘরে ফিরতে পারবে না।
সাফাতের এই অধঃপতন কবে থেকে শুরু হয় এমন প্রশ্নে বলেন, সাফাত তার স্কুল অবস্থা থেকেই নানা মেয়ে নিয়ে পার্টিতে যেতো, বাসায় নিয়ে আসতো। আমি অনেকবার মানা করলেও তার বাবা সব সময় আমাকে বলতো এই বয়সে এমন করেই। এমনকি সাফাত যখন আমার বৌমা পিয়ায়াসাকে বিয়ে করে ঘরে এনেছিলো তখন সেটি ভাঙ্গার জন্য সাফাতের বাবাই সব রকমের চেষ্টা করেছিলো। পিয়াসা থাকার সময় আমার ছেলেটা অনেক ভালো ছিলো। পিয়াসাকে ডিভোর্স দেবার পেছনে সকল কলকাঠি নেড়েছে আমার স্বামী।
তিনি জানান, এই ডিভোর্সের সিদ্ধান্ত তার ছিলোনা এবং এটা তিনি পছন্দ করেননি। ছেলের এমন অপরাধের শাস্তি চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যায় করে থাকলে শাস্তি হোক, এটাই আমি চাই। কিছু দিন জেলে থাকলে টাকার গরম কিছুটা কমবে।
১৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস