নিউজ ডেস্ক : বনানীর হোটেলে নির্যাতিত এক তরুণীর বাসায় সন্ত্রাসী পাঠিয়ে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু অস্ত্রধারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাত ৮টার দিকে নির্যাতিত ওই তরুণী জানান, দুই যুবক বাড়িতে গিয়েছিলো। গেইটে গিয়ে নিরাপত্তাকর্মীকে জানায়, তারা আমাদের বাসায় যেতে চায়। নিরাপত্তাকর্মী তাদের পরিচয় জানতে চাইলে তারা কোনো পরিচয় দিতে চায়নি। এসময় নিরাপত্তাকর্মীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিরাপত্তাকর্মী ইন্টারকমে কল দেয়। তখন নির্যাতিত ওই তরুণী কথা বলেন। নির্যাতিত ওই তরুণী জানান, ফোনে যখন কথা বলেছি তখন তাদের একজন উত্তেজিত হয়ে কথা বলেছে। তারা বাসায় ঢুকে কথা বলতে চাইলে আমি রাজি হইনি। এসময় তারা দেখে নেবে বলে হুমকি দেয়। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে নির্যাতিত ওই তরুণীর পরিবার।
নির্যাতিত ওই তরুণী বলেন, মামলা করার পর থেকে আতঙ্কে বেশিরভাগ সময় বাসায় থাকি না। নানাভাবে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। নিরাপত্তাহীনতা বোধ করছেন জানিয়ে তিনি বলেন, বনানীর হোটেলে ওই ঘটনা ঘটার পর আমাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিলো। এটা নিয়ে বাড়াবাড়ি করলে মেরে ফেলা হবে। বাসায় গানম্যান পাঠিয়ে আমাদের তথ্য নেয়া হয়েছে। তারপরও সাহস করে মামলা করেছি। এখন পুরো পরিবার আতঙ্কে রয়েছে। আসামিরা অনেক প্রভাবশালী। তারা অনেক কিছুই করতে পারে।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে নির্যাতিত ওই তরুণী বলেন, নাঈম আশরাফ এখনো বাইরে আছে। নাঈম নিজেও অনেক কিছু করতে পারে। তাদের সঙ্গে সন্ত্রাসীদের সম্পর্ক রয়েছে। এজন্য নির্যাতিতা বান্ধবীসহ নিজের এবং পরিবারের নিরাপত্তা দাবি করেছেন তিনি।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গেছি। দারোয়ানের সঙ্গে কথা বলেছি। দুই যুবক মোটরসাইকেলযোগে সেখানে গিয়েছিলো। তারা ডিবি পরিচয় দিয়ে কথা বলতে চেয়েছে। মেয়েটি কথা বলতে রাজি না হওয়ায় তারা ফিরে গেছে। তবে ওই দুই যুবক কারা, কেন এসেছিলো বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
১৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস