নিউজ ডেস্ক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচন রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ থেকে ১৬ জন ও ব্যবসায়ী ঐক্য ফোরাম থেকে দুই জন প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাত ১১টার দিকে সংসদ সদস্য (এমপি) ও নির্বাচন বোর্ডের প্রধান প্রফেসর আলী আশরাফ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন থেকে খন্দকার রুহুল আমীন (১২০৬), প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে আবু মোতালেব (১১৯৫), প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন থেকে রাশেদুল হোসেন চৌধুরী (রনি) (১০৫২), বাংলাদেশ এগ্রি কালচারাল মেশিনারী মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থী খন্দকার মইনুর রহমান(৯২৩), বাংলাদেশ এগ্রো প্রসেস অ্যাসোসিয়েশনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন(৯৬৫)।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কোল্ড স্টোর অ্যান্ড আউটসোর্সিং এর প্রার্থী শাফকাত হায়দার(১০১৭), বাংলাদেশ অটো স্পেয়ার্স পার্টস অ্যাসোসিয়েশন থেকে রোটারিয়ান মো. আবুল আয়েস খান (৯৬২)।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে মুন্তাকিম আশরাফ (১১০৫), বাংলাদেশ হার্ডবোর্ড ডিলার্স অ্যাসোসিয়েশন থেকে মীর নিজাম উদ্দীন আহমেদ(১১৪৫)।
ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন থেকে ড. কাজী ইরতেজা হাসান (১০০১), লেদারগুডস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন থেকে আমজাদ হোসেন (৯৭৭), পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে শফিকুল ইসলাম ভরসা (১১৪১)।
রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন থেকে হাবিবুল্লাহ ডন (১০৩৪), সেকেন্ডারী কোয়ালিটি টিন প্লেট ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন থেকে নিজামুদ্দীন রাজেশ (৯৭৬)।
ক্যাব অ্যাসোসিয়েশন থেকে হাফেজ হারুন (৯৭৪), ই-কমার্স অ্যাসোসিয়েশন থেকে শমী কায়সার (১০৭৭), ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ড্রাস্টিজ হেলেনা জাহাঙ্গীর (৯৮৪), আউট সোর্সিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস প্রোভাইডার সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে আবু নাসের (৯২৮)।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস