নিউজ ডেস্ক : ইন্টারনেট আর ফেসবুক বন্ধের দাবী করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে। সাবেক এই রাষ্ট্রপতির অভিযোগ, সরকার 'সাফল্য' দেখাতে 'গরু গাধা' সবাইকে জিপিএ-৫ দিচ্ছে। ছাত্রদের পড়ার টেবিলে ফেরাতে তিনি ফেসবুক বন্ধের দাবি জানান।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) 'শরীয়াহ আন্দোলন' নামের একটি দল আয়োজিত 'নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থা সন্ত্রাসের জন্মদাতা' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।
সাবেক সেনাশাসক এরশাদ বলেন, 'শিশুরা মোবাইল আর ফেসবুকে আসক্ত। শিক্ষক ক্লাস নিচ্ছে, আর ছাত্ররা পিছনে বসে ইন্টারনেটে নীল ছবি দেখছে। ইন্টারনেট আর ফেসবুক বন্ধ করতে হবে। যে পথে শিশুরা ধাবিত হচ্ছে তা জাতির জন্য অশনিসংকেত। শিক্ষকরা ছাত্রদের দিয়ে নকল করায়। গরু হোক আর গাধা হোক এ প্লাস পেতে হবে। সর্বত্র অব্যবস্থাপনা চলছে।'
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে এরশাদ বলেন, 'সমাজের সর্বক্ষেত্রে অস্থিরতা। কারণ আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। ইসলামে বিধান রয়েছে, হত্যা সম্ভ্রমহানীর শাস্তি মৃত্যুদণ্ড। এ বিধান কার্যকর না হওয়ায় খুনিরা আজ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।'
বিদ্যুৎ পরিস্থিতির অবনতি ও লোডশেডিংয়ের জন্য সরকারকে দায়ী করেন সরকারের শরিক এরশাদ। তিনি বলেন, 'রমজান আসছে। বিদ্যুতের কী অবস্থা! সেহেরী ও ইফতারির সময় বিদ্যুৎ বিভ্রাট হলে মানুষের ভোগান্তির শেষ থাকবে না।'
গত ৫ মে এরশাদের নেতৃত্বে ৫৮ দলের 'ঢাউস' জোট আত্মপ্রকাশ করে। জোটে জাপাসহ নিবন্ধিত দলের সংখ্যা মাত্র একটি। ৩৬টি নাম সর্বস্ব 'ধর্মভিত্তিক' দল এরশাদের জোটে যোগ দিয়েছে। মূলধারার ধর্মভিত্তিক দলগুলো জোটে না আসায় হতাশা প্রকাশ করে এরশাদ বলেন, 'সব ইসলামী দল এখনও আমাদের সাথে আসেনি। কীসের দ্বিধা? আমি ইসলামের জন্য অনেক কিছু করেছি। ইসলামের বিরুদ্ধে কথা বললে সহ্য করব না।'
শরীয়াহ আন্দোলনের আমির মুফতি রফিবুন্নবীর হক্কানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, মাওলানা আব্দুল লতিফ চৌধুরী, মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।
২৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস