ঢাকা:সাভারের গেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি পাঁচ তলা বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও সোয়াট টিমকে তলব করা হয়েছে। এছাড়া র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য বাড়িটি ঘিরে রেখেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
সম্প্রতি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
২৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস