নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোয় ইসলাম ধর্মসহ অন্যান্য সব ধর্মের প্রতি সম্মান জানানো হয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ‘এই মূর্তিটাকে যে আমরা থেমিস বলি সেইটার আসল রূপ এটা না। কিন্তু সেই ক্ষেত্রে এইটা কোনো মূর্তিই ছিল না বলে আমার মনে হয়। ’
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৭ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রজ্ঞা আয়োজিত ওই অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণবিষয়ক সংবাদের জন্য গণমাধ্যমকর্মীদের পুরস্কার বিতরণ করা হয়।
আইনমন্ত্রী আরো বলেন, ‘আমার মনে হয় এই মূর্তিটা সরিয়ে বরং ইসলাম ধর্মসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে। ’
আনিসুল হক বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ধরনের মূর্তি যদি স্থাপন করতাম, তাহলে এটা আসল যে থেমিস সেটাকে বিকৃত করা হতো। আমরা কিন্তু বিকৃত করা থেকে সরে আসতে চাই। এ ঘটনায় বাংলাদেশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি। ’
ভাস্কর্য অপসারণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির কথা হয়েছিল কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সেটা প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি জানেন।
এর আগে সকালে প্রজ্ঞার পক্ষ থেকে পাঁচজন গণমাধ্যমকর্মীকে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতায় পুরস্কার দেওয়া হয়। এতে প্রিন্ট-অনলাইন বাংলা, প্রিন্ট-অনলাইন ইংরেজি ও ব্রডকাস্ট-রেডিও এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়।
২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস