শনিবার, ২৭ মে, ২০১৭, ০৪:৩৬:১৭

'বিদেশির' ডান বাহুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ!

'বিদেশির' ডান বাহুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ!

নিউজ ডেস্ক : ডেনমার্কের ঘটনা। পাবলিক বাসে বসে রয়েছেন এক যুবক। ওই বিদেশির ডান বাহুতে অতি পরিচিত একটি ছবি ট্যাটু করা হয়েছে। একটু খেয়ার করে দেখলেই চমকে উঠতে হবে। ওটা বাংলাদেশ সরকারের লোগো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা গোটা লোগোটি ট্যাটু করে ঘুরছেন যুবক।  

সোশাল মিডিয়ায় ছবিটি আসার পর ভাইরাল হয়ে পড়ে। তবে সবার চোখে এখনো হয়তো পড়েনি। ফেসবুক থেকে জানা যায়, তার জন্ম বাংলাদেশে। জন্মের কয়েক মাস পর তাকে দেশ থেকে দত্তক নিয়ে চলে যান এক ডেনিশ দম্পতি। এরপর থেকে সে ওখানেই বেড়ে উঠেছে।

পুরোদস্তুর ডেনিশ হয়ে উঠেছেন। তিনি কখনও বাংলাদেশে আসেননি। বাংলাতেও কথা বলতে পারেন না। কিন্তু বড় হয়ে তো জেনেছেন, সবুজ শ্যামলা এই বাংলাদেশ তার জন্মভূমি। শেঁকড়ের টান কী নাড়ী থেকে যায়? বাংলাদেশ দেশেননি তো কী হয়েছে, গোটা দেশকে উল্কি করেছেন বাহুতে।  

ইরফান হাসান হিমেল নামের একজন তার পোস্টে এই যুবকের ছবি দিয়েছেন। তিনি পোস্টেই এই ঘটনা প্রকাশ পেয়েছে কিছু দিন আগে। কোনো এক বাংলাদেশি পাসপোর্ট থেকে নিজের দেশের মানচিত্রসহ লোগোটি পেয়েছেন। ওটাই এঁকে নিয়েছেন হাতে।
২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে