রবিবার, ২৮ মে, ২০১৭, ১০:১৯:৩২

দেশের সকল ভাস্কর্য রক্ষা করবে সরকার : তথ্যমন্ত্রী

দেশের সকল ভাস্কর্য রক্ষা করবে সরকার : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের সব ভাস্কর্য রক্ষা করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলে, ‘আমরা আশা করব, প্রশাসন এবং সরকার তার উপরে ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য বাংলাদেশের সকল ভাস্কর্য রক্ষা করবে।’

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসদ ঢাকা মহানগরী কমিটি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ভাস্কর্য বিরোধী হেফাজতের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা হবে আত্মঘাতি। সকল ভাস্কর্য রক্ষা করুন। ভাস্কর্যকে উপলক্ষ করে হেফাজতি তেঁতুল হুজুর চক্রের সাম্প্রদায়িক রাজনীতির জিকির তোলার চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করুণ।

মন্ত্রী বলেন, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা প্রদত্ত অধিকার রক্ষায় সকল ভাস্কর্য, ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতির চর্চা, শিল্প-সাহিত্যের চর্চা রক্ষা করার দায়িত্ব প্রশাসন ও সরকারের ওপর বর্তায়। আমরা আশা করব, প্রশাসন এবং সরকার তার উপরে ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য বাংলাদেশের সকল ভাস্কর্য রক্ষা করবে।

জাসদ সভাপতি বলেন, হেফাজতি সাম্প্রদায়িক তেঁতুল হুজুর চক্রের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা, রাজনৈতিক লেনদেন করবেন না। হেফাজতে ইসলাম তেঁতুল হুজুর চক্র, রাজাকার গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যে কোনো লেনদেন বাংলাদেশের জন্য আত্মঘাতী, তা মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতি করে।

তিনি বলেন, আমাদের কথা অত্যন্ত পরিষ্কার। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং ভাস্কর্য নির্মাণ ও স্থাপন মূর্তিপূজা নয়। ভাস্কর্য স্থাপনে ধর্মের কোনো অসম্মান হয় না। ভাস্কর্য বাংলাদেশ ও পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাস ও ঐহিত্য সংরক্ষণ ও প্রকাশের একটি গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। আমরা বলতে চাই, সুপ্রিম কোর্টের ভাস্কর্যকে উপলক্ষ করে হেফাজতি সাম্প্রদায়িক তেঁতুল হুজুর চক্র বাংলাদেশের সকল ভাস্কর্যের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

ইনু বলেন, যে সাম্প্রদায়িক রাজনীতিকে পেছনে ফেলে বাংলাদেশ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই উদ্যোগকে ‘বাধা দেওয়ার জন্যই’ ভাস্কর্যকে উপলক্ষ করে আবার ‘চক্রান্তের রাজনীতি শুরু হয়েছে। জাসদ রাজপথে থেকে সব ধরনের চক্রান্ত প্রতিহত করবে এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করবে।

ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসেন আকতারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আকতার, নাদের চৌধুরী, শওকত রায়হান ও ওবায়দুর রহমান চুন্নু বক্তব্য রাখেন।
২৮ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে