নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে চট্টগ্রাম-কক্সবাজারে ৩ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে পড়েছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে এবং গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত হয়েছে বহু এলাকা।
ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহম্মদ জানান, এ ইউনিয়নে দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে। এখানে এখন প্রচণ্ড ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, উপকূলীয় এলাকার দুই লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। গঠন করা হয়েছে ৮৮টি মেডিক্যাল টিম। আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের নিরাপত্তার পাশাপাশি নেওয়া হয়েছে খাদ্য সরবরাহেরও ব্যবস্থা।
অপরদিকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় মোরা। তবে মহাবিপদ সংকেত আরো কয়েক ঘণ্টা থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, সমুদ্র উপকূলীয় এলাকায় আরো চার পাঁচ ঘণ্টা মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলবো। তারপর স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলবো।
৩০ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর