নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় এক কোটি ৮৭ লাখ টাকার জরুরি ত্রাণ বরাদ্দ নিয়ে নৌ বাহিনীর একটি জাহাজ রওনা হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এক কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ এরইমধ্যে দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জরুরি ভিত্তিতে পৌঁছানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আহ্বান মামাবাড়ির আবদার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এই মামাবাড়ির আবদার মানা হবে না। আমাদের দলের নেতাকর্মীরাও মামলা মোকাবেলা করছেন। আমাদের দলের এমপিরাও এখন দুদকের মামলা মোকাবেলা করছেন। কাজেই বিএনপির মহাসচিব যে আবদার করেছেন, তাতে আমাদের কিছু করার নেই।’
আওয়ামী লীগ রাজনৈতিক চোরাবালিতে হারিয়ে গেছে ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই রাজনৈতিক চোরাবালিতে হারিয়ে গেছে। ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ওই চোরাবালিতে পা দেয়।
৩০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস