বুধবার, ৩১ মে, ২০১৭, ০১:৫৫:০৯

আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট

আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট

নিউজ ডেস্ক: আর মাত্র একদিন পরই জাতীয় সংসদে পেশ করা হবে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট। স্বাধীনতার পর ৪৬ অর্থবছরের ইতিহাসে এটিই হচ্ছে সবচে’ বড় বাজেট। যার আকার হবে ৪লাখ ২শ’ ৬৬ কোটি টাকা।

যেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিলো ৭শ’৮৬ কোটি টাকার। আর ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ছিলো ৩ লাখ ৪০ হাজার ৬শ’ ৫ কোটি টাকার।

এদিকে আসছে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করার সব প্রস্তুতি শেষ। অর্থ মন্ত্রণালয়ের তথ্যনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২শ’ ৬৬ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এক লাখ ৫৩ হাজার ৩শ’ ৩৩ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন আবুল মাল আবদুল মুহিত। মূলত জাতীয় নির্বাচন সমানে রেখেই এত বড় বাজেট। এটি হবে বর্তমান মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে চতুর্থ বাজেট এবং অর্থমন্ত্রীর টানা নবম বাজেট।

জাতীয় সংসদে বাজেট পেশ করার আগ থেকেই এ নিয়ে আলোচনা চলছে। এর অন্যতম কারণ হচ্ছে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন। ২০১২ সালে তৈরি করা এ আইন বাস্তবায়ন হবে ১ জুলাই থেকে।

অর্থমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও শিক্ষা, স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাবে। তবে গণপরিবহন ও বিদ্যুতে বেশি বরাদ্দ থাকবে।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত সংসদে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে। সেটি ছিলো সামরিক শাসক এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে। এরপর আরো একটি বাজেট পেশ করেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মোহাজোট সরকারের অর্থমন্ত্রী মুহিত ২০১০-২০১১ অর্থবছরে একলাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করেছিলেন। আসছে অর্থবছর এর পরিমাণ ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ১৯৮২-৮৩ অর্থ বছরে মাত্র ৪ হাজার ৭শ’ ৩৮ কোটি টাকা ও ১৯৮৩-৮৪ অর্থ বছরের ৫ হাজার ৮শ’ ৯৬ কোটি টাকার বাজেট পেশ করেন মুহিত। আর ২০১৭-১৮ অর্থবছরে পেশ করবেন ৪ লাখ কোটি টাকা চাড়িয়ে যাবে।

এছাড়া নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদে পাঁচ বছরে ৫টি বাজেট পেশ করেন আবুল মাল আবদুল মুহিত। এরপর ১০ম জাতীয় সংসদে এরই মধ্যে প্রথম বছরের বাজেট তার হাত দিয়ে পেয়েছে দেশের জনগণ।

বৃহস্পতিবার তিনি দেবেন নিজের নবম বাজেট। যার জন্যই এখন গোটা জাতির অপেক্ষা।
৩১ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে