নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দিল্লি সফরকে বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
গতকাল রাজধানীর শ্যামপুর বালুর মাঠে সংবর্ধনা উপলক্ষে শ্যামপুর-কদমতলি থানা জাপা আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এরশাদ গত বুধবার দিল্লির উদ্দেশে সফরের পর থেকেই নেতা-কর্মীরা উজ্জীবিত। আগামী ২৩ জুলাই সাবেক এ রাষ্ট্রপতি বিমানবন্দরে নামলে তাকে দলের পক্ষ থেকে বিশাল সংবর্ধনা দেওয়া হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, হানিফ সরদার, মাইনুদ্দিন বাবু প্রমুখ।
এমটিনিউজ/এসবি