রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ১২:৪৫:১২

উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন আল্লামা শফী

উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন আল্লামা শফী

নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী। গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তাকে ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

তার সঙ্গে রয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী, ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম, মাওলানা মাসউদ ও মাওলানা আবদুর রহমান। গত বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় সেদিন নেয়া সম্ভব হয়নি বলে জানান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, এ দুইদিন আল্লামা শফী রাজধানীর উত্তরার জামিয়া বাবুস সালামে অবস্থান করেন। ভারতে যাওয়ার পর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হবে। দিল্লিতে দেওবন্দ মাদরাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আরশাদ মাদানীর তত্ত্বাবধানে থাকবেন তিনি।

এদিকে আল্লামা আহমদ শফির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন হেফাজতের নেতারা।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে