রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ১১:০০:৩৬

এইচএসসি-আলিমের প্রকাশিত ফলাফলের নানা দিক জেনে নিন

এইচএসসি-আলিমের প্রকাশিত ফলাফলের নানা দিক জেনে  নিন

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। দেশের সবগুলো বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ। যা  গত বছরের তুলনায় ৫.৭৯ শতাংশ কম।

ব্যাপকভাবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২শ’ ৪২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.২ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮শ’ ১৫। কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৩৩ শতাংশ।

শেষ খবর পর্যন্ত রাজশাহী বোর্ডে পাসের হার ৭১.৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডের পাসের হার ৬৫.৪৪ শতাংশ।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার খাতা এবার সঠিকভাবে দেখা হয়েছে বলে আমরা খুবই আনন্দিত।
২১ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে