সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ০৬:০৫:৪২

জামায়াত নেতার মেয়ে এখন মহিলা আ.লীগের কেন্দ্রীয় নেত্রী!

জামায়াত নেতার মেয়ে এখন মহিলা আ.লীগের কেন্দ্রীয় নেত্রী!

নিউজ ডেস্ক : জামায়াত সম্পৃক্ততায় মহিলা আওয়ামী লীগের জেলা শাখা থেকে বাদ পড়ার চার মাস পরই কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন রিজিয়া রেজা চৌধুরী নদভী। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাঁশখালী থেকে একাধিকবার জামায়াতের এমপি প্রার্থী মুমিনুল হক চৌধুরীর মেয়ে।

বাবা জামায়াতে ইসলামীর নেতা হলেও মহিলা আওয়ামী লীগে রিজিয়া নদভীর পদ পাওয়ার ক্ষেত্রে তার স্বামীর পরিচয়ই গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক।

চট্টগ্রাম কলেজে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রী সংস্থায়ও রিজিয়া যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিজেও ২০০২-০৪ সাল পর্যন্ত ইসলামী ছাত্রী সংস্থার চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ছিলেন- বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে এ অভিযোগ পাওয়া গেছে।

তবে এখন তিনি সাতকানিয়া-লোহাগড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর স্ত্রী। নদভী ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হন। বছরের শুরুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রিজিয়ার নাম আসার পর সমালোচনার মুখে পরে তাকে বাদ দেওয়া হয়েছিল।

গত শনিবার সাফিয়া খাতুনের (বর্তমান সভাপতি) নেতৃত্বাধীন মহিলা আওয়ামী লীগের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন রিজিয়া রেজা। জেলা ডিঙিয়ে এবার ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার পরও সমালোচনা এসেছে খোদ সংগঠনটির নেতা-কর্মীদের মধ্য থেকে।

গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম দক্ষিণের কমিটিতে প্রথমে আসার পর তার জামায়াত পরিচয় নিয়ে সমালোচনা সৃষ্টির হলে রিজিয়া বলেছিলেন, আব্বা যেহেতু জামায়াত নেতা, তাই এখন আমাকে কালার করার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে কি আমাকে পদ দিত?
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে