মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ০৩:০২:৫৩

ফের পাহাড় ধস, নিহত ৪

ফের পাহাড় ধস, নিহত ৪

নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টির কারণে কক্সবাজার শহর ও রামুতে পুথক ঘটনায় পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে। এসময় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।  
 
নিহতরা হলেন- একই পরিবারের সায়মা (৫), জিহান (৭), মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেন (২৮)। এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় পাহাড় ধসে ঘটনাস্থলে মারা যান শাহেদ। এখানে আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সাদ্দাম নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, রামুর চেইন্দা এলাকায়ও পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা জিয়াউর রহমান (৩৫) ও মা আনার কলিকে (২৯) জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দম্পতিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজারে ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
২৫ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে