বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ১১:২৩:১৩

কাল চেন্নাই যেতে পারেন সিদ্দিকুর

কাল চেন্নাই যেতে পারেন সিদ্দিকুর

ঢাকা: চোখের উন্নত চিকিৎসার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে কালই নেয়া হচ্ছে ভারতের চেন্নাইতে। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

গতকাল সকালে সিদ্দিকুরের দেখাশোনার দায়িত্বে থাকা ভাতিজা সুমন জানান, উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরের চেন্নাই যাওয়ার ব্যাপারে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। তার পাসপোর্ট ভিসাসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ গতকাল গোছানো হয়েছে। সব নিশ্চিত হলে আজ কিংবা আগামীকাল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন সিদ্দিকুর।

সুমন বলেন, সিদ্দিকুর চেন্নাই যাওয়ার ব্যাপারে আজ (গতকাল) সকাল থেকে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। পাসপোর্ট ভিসাসহ অন্যান্য কাজগুলো সব ঠিকঠাক করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেয়া হবে সিদ্দিকুরকে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্দিকুরের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকারই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এই শিক্ষার্থীর সঙ্গে বড় ভাই নায়েব আলী চেন্নাই যাবেন।

গত ২০শে জুলাই রাজধানীর শাহবাগে পরীক্ষা, রুটিনসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে পুলিশি অ্যাকশনে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুরের দুটি চোখ ফেটে যায়। এর মধ্যে ডান চোখটি নষ্ট হয়ে গেলেও বাঁ চোখে খানিকটা আলো দেখার সম্ভাবনা মিলছে। ্য সোমবার হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতালে ছিদ্দিকুরের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের জানান, সিদ্দিকুরের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকার নিয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে