বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ১১:৫০:৫১

আরও দুইদিন বৃষ্টি থাকবে

আরও দুইদিন বৃষ্টি থাকবে

ঢাকা: নিন্মচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে অনবরত মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুইদিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। সেইসঙ্গে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। স্বাভাবিকভাবেই সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই স্পেলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দেখানো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত তুলে নেয়া হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে