শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ১২:৫৪:৩০

‘আমি ফিরে এসে প্রথমেই প্রধানমন্ত্রীকে দেখতে চাই’

‘আমি ফিরে এসে প্রথমেই প্রধানমন্ত্রীকে দেখতে চাই’

নিউজ ডেস্ক : ‘উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। আমি যেন চোখের দৃষ্টি ফিরে পাই। আমার আরজি, দেশে ফিরে প্রথমেই যেন প্রধানমন্ত্রীকে দেখতে পারি।’ পুলিশের টিয়ার শেলের আঘাতে দুই চোখ হারাতে বসা কলেজছাত্র সিদ্দিকুর রহমান  ভারতের চেন্নাইয়ে যাওয়ার পথে এসব কথা বলেন।

গতকাল সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে যান সিদ্দিকুর। দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই ছাত্র সবার কাছে দোয়া চান।

চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিদ্দিকুর। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় তাকে নেওয়া হচ্ছে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে। সিদ্দিকুরের সঙ্গে চেন্নাই গেছেন তার ভাই নায়েব আলী ও চক্ষু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন।

ডা. মেনন বলেন, ‘অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে ডাক্তারের সঙ্গে দেখা করব। সিদ্দিকুরের একটি চোখ, যেটা একেবারে ড্যামেজ হয়ে গেছে, সেটার বিষয়ে আমরা আশা করি না। আরেকটা চোখ যেটাতে একটু আলো পায়, সেটার বিষয়েও এখনো কিছু বলা যাচ্ছে না। সার্জারি, টেস্টের পর বুঝতে পারব কতটা আলো আসে।’

সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় তা তারা করবেন। নিম্নবিত্ত পরিবারের এই কলেজছাত্রের চিকিৎসার দায়িত্ব যেন সরকার নেয়, সেই দাবি জানিয়ে আসছিলেন তার সহপাঠীরা। একই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট।

ওইদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্দিকুরের চিকিৎসার খরচ সরকার বহন করবে জানিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কথা বলা হয়। এরপর সিদ্দিকুরকে হাসপাতালে দেখতে গিয়ে তাকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে নেওয়ার দিনক্ষণ ঠিক হওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল হাসপাতাল থেকে ছেলেকে বিদায় দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন সিদ্দিকুরের মা সুলেমা খাতুন। সিদ্দিকুরের ভাই নায়েব আলী বলেন, ‘আমার ভাইকে নিয়ে দেশের বাইরে যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আমার ভাই যেন আবার দেখতে পায়।’ বিডি প্রতিদিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে