শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ০১:২১:৩৪

সেই স্লোগানকন্যা লাকী আক্তার এখন..

সেই স্লোগানকন্যা লাকী আক্তার এখন..

নিউজ ডেস্ক : গণজাগরণ মঞ্চের স্লোগানের মধ্য দিয়ে লাইমলাইটে আসা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লাকী আক্তার নতুন করে কাজ শুরু করেছেন কমিউনিস্ট পার্টিতে। গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন কৃষকদের সংগঠিত করতে।

কয়েক দিন ধরে লাকী কাজ করছেন কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায়। কটিয়াদীতে কমিউনিস্ট পার্টি কৃষক সংগঠনের কমিটি করেছে। এভাবে মাঠ পর্যায়ে কাজ করার দৃষ্টান্ত রাজনীতি থেকে উঠে গেলেও ব্যতিক্রম দেখা যাচ্ছে লাকী আক্তারকে।

উল্লেখ্য, লাকী আক্তার ছাত্র ইউনিয়নের ৬৩ বছরের ইতিহাসে তৃতীয় নারী সভাপতি। এর আগে ষাটের দশকে বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ২০০২ সালে লুনা নূর সভাপতি হিসেবে ছাত্র ইউনিয়নের দায়িত্ব পালন করেন।

লাকী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সম্মান শেষ করেছেন। গ্রামের বাড়ি ফেনী। ঢাকার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর গণজাগরণ মঞ্চ থেকে তিনি সারা দেশে এক পরিচিত মুখে পরিণত হয়েছেন।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে