নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে ৯ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ভাগ্নে মো: শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুরের একটি হাসপাতালে আজ শুক্রবার বাংলাদেশ সময়ে সকালে ইন্তেকাল করেছেন।
তাকে গত ২৯ জুন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কিডনি ও লিভার অকেজো হয়েছিল। তার অবস্থার অবনতি হতে থাকলে সরকারি পৃষ্ঠপোষকতায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।
জিয়াউদ্দিন পিরোজপুর শহরের পাড়েরহাট রোডের মরহুম আফতাব উদ্দিনের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
২৭ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর