ঢাকা : বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে শুক্রবার বুড়িগঙ্গায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় নৌকাবাইচ। নানা ধরণের নৌকার এ প্রতিযোগিতা ঘিরে জমে উঠেছিল বুড়িগঙ্গার দুই পাড়। শতশত মানুষ দুই পাড়ে দাঁড়িয়ে উপভোগ করে দেশের ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা। ৬৫ টি দলের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ আনসার।
৭ মাঝি মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এ সার্ভিসেস সংস্থাটি। দ্বিতীয় হয়েছে ভিডিপি(বরিশাল) ও তৃতীয় আলীনগর রোইং ক্লাব। এ ইভেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার মাঝিমাল্লা সমিতি চ্যাম্পিয়ন, আলী নগর রোইং ক্লাব রানার্সআপ এবং ভিডিপি (বরিশাল) তৃতীয় হয়েছে।
২৫ মাঝি কোষা নৌকা বিভাগে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আনজর আলীর দল চ্যাম্পিয়ন, নারায়ণগঞ্জের মফিজুল মিয়ার দল রানার্সআপ এবং মুন্সীগঞ্জের নুর আলমের দল তৃতীয় হয়েছে। ৫০ মাঝির উর্ধ্বে বাচারি নৌকা বিভাগে মাদারীপুরের সঞ্জয় ভক্তের দল চ্যাম্পিয়ন, গোপালগঞ্জের রোজিওর দল রানার্সআপ এবং মাদারীপুরের বিকাশ বাইংয়ের দল তৃতীয় হয়েছে।
৫০ মাঝির উর্ধ্বে সারেঙ্গি নৌকা বিভাগের তিনটি পদকই জিতেছে ব্রাক্ষ্মনবাড়িয়া দল। জেলার উসমান উল্লাহর দল চ্যাম্পিয়ন, হাজী নুরুল ইসলাম মেম্বারের দল রানার্সআপ এবং বাসু মিয়ার দল তৃতীয় হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। উপস্থিত ছিলেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট হাজী মোল্লা আবু কাউসার এবং সাধারণ সম্পাদক হাজী খোরশেদ আলম।
২৭ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর