শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ০৬:২৭:১৩

শিক্ষার্থীদের সাথে হাতাহাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক আহত

শিক্ষার্থীদের সাথে হাতাহাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক আহত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য আহূত বিশেষ অধিবেশনে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাঁচ শিক্ষক আহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে চার দিকে এ ঘটনা ঘটে।

প্রক্টর এম আমজাদ আলী সমকালকে জানান, হাতাহাতির ঘটনায় তিনিসহ পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আহত অন্য শিক্ষকরা হলেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক রাকিবুল হাসান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মুহিত, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক বাহাউদ্দিন ও সহকারী প্রক্টর রবিউল হক।

তিনি আরও জানান, আহতদের মধ্যে প্রভাষক রাকিবুল হাসানের বাম হাতের একটি আঙুল ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে সিনেট ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা সিনেট ভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং শিক্ষকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে