নিউজ ডেস্ক : আদালতে মোঃ আসলাম ওরফে র্যাশ ওরফে আবু হাররার জবানবন্দী দেয়ার পর হলি আর্টিসান মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।
গ্রেফতারের পর শনিবার ২৯ জুলাই’১৭ বেলা ১১ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
গুলশান হলি আর্টিসান হামলার অন্যতম পরিকল্পনাকারী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র্যাশ ওরফে আবু হাররা কে গত ২৮ জুলাই’১৭ ভোর সাড়ে ৫ টায় নাটোর সিংড়া থেকে গ্রেফতার করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা, বগুড়া ও নাটোর জেলা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি প্রধান জানান, রাশেদ ওরফে র্যাশ ছিল হলি আর্টিসান হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরীর খুব ঘনিষ্ট সহযোগী ছিলো। সে এই হামলার অন্যতম পরিকল্পনাকারী। গুলশান হামলায় সে অস্ত্র সরবরাহ করেছে ও হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়েছে। সে এই হামলার ঘটনাস্থল রেকি করা, হামলার জন্য বসুন্ধরা এলাকায় বাসা ভাড়া করায় সহযোগিতা করেছে। গুলশানে হলি আর্টিসান বেকারীতে সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে সে নব্য জেএমবির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলিছল।
তিনি আরও বলেন- র্যাশকে হলি আর্টিসান মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ভাড়াকৃত বাসায় ব্যবহৃত ফার্নিচারগুলো র্যাশ শেওড়াপাড়া থেকে কিনে আনে। হলি আর্টিসান মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। র্যাশের জবানবন্দির দেয়ার পর আমরা চার্জশিট দেয়ার প্রস্তুতি নিবো।
এমটিনিউজ/এসএস