নিউজ ডেস্ক : জামায়াত নেতাদের সন্তানরা আওয়ামী লীগ করতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপার্সনের যুক্তরাজ্য সফর দেশি বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত। পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিএনপি।
এসময় তিনি আরও বলেন, বগুড়ার ঘটনায় সহযোগী সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সভায় নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া সাভারের ঘটনায় এম পি এনামুল হককে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে দলের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস