ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে ওঠার সময় হাজীদের বহনকারী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের উপর উঠে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। একটুর জন্য রেহাই।
বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটি হজযাত্রীদের নিয়ে বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের উপর উঠে যায়।
ওই ঘটনায় কোনো হজযাত্রী আহত হননি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি রেলিংয়ের উপর উঠে যায় এবং ঝুলতে থাকে। আতঙ্কিত হজযাত্রীরা এ সময় দ্রুত বাস থেমে নেমে আসেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
৩১ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর