নিউজ ডেস্ক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সংগীতশিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গতকাল ১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার বলেন, ‘বাবা কাউকে চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই।’
‘জয় বাংলা বাংলার জয়’, ‘ওরে নীল দরিয়া’, ‘সালাম সালাম হাজার সালাম’ গানের কিংবদন্তি গায়ক আবদুল জব্বার গত তিন মাস ধরে অসুস্থ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস