বুধবার, ০২ আগস্ট, ২০১৭, ০১:১৯:২৫

নির্বাচনে সেনা মোতায়নের দাবি করা অযৌক্তিক : কাদের

নির্বাচনে সেনা মোতায়নের দাবি করা অযৌক্তিক : কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়নের দাবি অবান্তর ও অযৌক্তিক।’

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল প্রকল্পের ‘উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত ভায়াডাক ও স্টেশন নির্মাণকাজের’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা সংলাপসহ সব প্রক্রিয়া শেষে বলা যাবে। সংলাপে শত ফুল ফুটবে, শত মত আসবে। তবে নিবাচন কমিশন তাদের রোডম্যাপ অনুসারে এগিয়ে যাবে।’

সংলাপে সুশীল সমাজের সেনা মোতায়েনের পরামর্শের বিষয়ে তিনি বলেন, ‘সংবিধানেই লেখা আছে সেনাবাহিনীকে কে, কোথায়, কখন ও কীভাবে ব্যবহার করা যাবে। তাদের ডেকে এনে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই। সময় আসবে। তখনই বলা যাবে। এই মুহূর্তে এই দাবি অবান্তর ও অযৌক্তিক।’

বিএনপি সেনা মোতায়ন চায়-এর জবাবে কাদের বলেন, ‘বাইরে থেকে ঢিল ছোড়ার প্রবণতা বন্ধ করতে হবে। বিএনপি সংলাপে এসে তাদের প্রস্তাবনা উপস্থাপন করুক। আওয়ামী লীগও করবে।’

পরে তিনি নির্মাণকাজের অগ্রগতি দেখেন। মেট্রোরেলের এই প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা সরকারের বড় প্রজেক্ট বাস্তবায়ন আরও একধাপ এগিয়ে গেলো বলে মন্তব্য করেন মন্ত্রী।
২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে