নিউজ ডেস্ক : তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারা মামলা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। একটি ঘটনায় সাংবাদিক গ্রেপ্তার হওয়ায় বিষয়টি আমাদের নজরে এসেছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি একেএম শহীদুল হক।
সন্ধ্যায় রাজধানীর পুলিশ সদর দপ্তরে পুলিশ সদরদপ্তরের এক আদেশে এ কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস।
আদেশে জানানো হয়, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনয়ন এবং নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিতকল্পে এ ধারায় মামলা রুজুর পূর্বে কিছু বিষয় অনুসরণ করতে হবে।
আদেশে বলা হয়ে, কেউ যদি ৫৭ ধারায় মামলা করতে চায় তাহলে পুলিশ সদর দপ্তরের অনুমতি লাগবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩ এর ৫৭ ধারায় সংঘটিত অপরাধ সংক্রান্তে মামলার রুজুর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
অভিযোগ সম্পর্কে কোনরূপ সন্দেহের উদ্রেক হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রিকরতঃ অভিযোগের সত্যতা সম্পর্কে যাচাই বাছাই করতে হবে। মামলা রুজুর পূর্বে পুলিশ হেডকোয়ার্টার্সের আইন শাখার সাথে আইনগত পরামর্শ গ্রহণ করতে হবে এবং কোন নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।
এমটিনিউজ/এসএস