নিউজ ডেস্ক : প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবচেয়ে বড় গুণ হলো দেশপ্রেম। সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা থাকলেই দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রবিবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত ৬৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন সরকারি কর্মকর্তাদের নিজেকে রাজনীতির উর্ধ্বে রেখে এজেন্ডা নিরপেক্ষ ও সঠিকভাবে বাস্তবায়নে কাজ করে যাওয়ার উপর গুরুত্ব দিতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে। পৃথিবীর আর কোন দেশে এতো সামাজিক কর্মসূচি নেই।
মন্ত্রী বলেন, দক্ষ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে জ্ঞান ও জানার পরিধি বাড়িয়ে তা কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে।
বিসিএস প্রশাসন একাডেমির সচিব ও রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, একাডেমির শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণরত অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমটিনিউজ/এসএস