রবিবার, ০৬ আগস্ট, ২০১৭, ০৯:৪৯:২২

সন্তান হারা এক অসহায় মায়ের কাছে দুঃখপ্রকাশ করলেন বিচারপতি

সন্তান হারা এক অসহায় মায়ের কাছে দুঃখপ্রকাশ করলেন বিচারপতি

নিউজ ডেস্ক : বিচার পেতে মানুষ বছরের পর বছর অপেক্ষা করছেন, এ খবর নতুন নয়। আদালতের রায় আসতে দেরি হওয়ায়, অনেক নির্দোষকেও দিনের পর দিন হাজতবাস করতে হয়। কিন্তু বিচার পেতে দেরি হওয়ায় আদালত বিচারপ্রার্থীর কাছে দুঃখপ্রকাশ করা, এমন ঘটনা বোধহয় বিচারব্যবস্থায় বিরল।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, নিজের ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে বিমা সংস্থার দ্বারস্থ হওয়া এক মায়ের কাছে এমনই দুঃখপ্রকাশ করেছেন ভারতের মাদ্রাজ হাইকোর্টের একজন বিচারপতি। কারণ, মামলা চলতে থাকায় দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পরে ২৪ বছর কেটে গেলেও কোনও ক্ষতিপূরণ পাননি ওই মা।

দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পরে আদালত অবশ্য ওই মহিলাকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। যদিও, মহিলার ক্ষতিপূরণের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাই আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত অবশ্য মহিলার পক্ষেই রায় দিয়েছে।

মামলার রায় দিতে গিয়ে বিচারপতি এন শেষাশেয়ি বলেন, ‘দুঃখিত, নিজের অধিকার পাওয়ার জন্য আপনাকে দীর্ঘসময় অপেক্ষা করিয়ে রাখলাম আমরা।’ বিচারপতি আরও বলেন, ‘১৯৯৩ সালে এই দুর্ঘটনা ঘটেছিল। ২৪ বছরের বেশি সময় কেটে গেলেও এখনও ক্ষতিপূরণ পাননি এই মা। তিনি এখনও বিচারের অপেক্ষায় রয়েছেন।’

ঘটনাপ্রবাহ এবং আইনি টানাপোড়েনের উল্লেখ করে বিচারপতি আরও বলেন, প্রমাণের অভাব, আইনি যুক্তি নিয়ে আলোচনা হয়তো চলেছে, কিন্তু সত্যিটা হল, এখনও এই শোকগ্রস্ত মা কোনও ক্ষতিপূরণ পাননি। ১৯৯৩ সালে সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই মহিলার লরি চালক ছেলের মৃত্যু হয়। এর পরেই বিমা সংস্থার কাছে ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ দাবি করেছিলেন ওই মহিলা।

মোটর অ্যাক্সিটডেন্টস ক্লেইমস ট্রাইব্যুনাল মহিলার আবেদনে সাড়া দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে নির্দেশও দিয়েছিল। কিন্তু সেই নির্দেশের বিরোধিতা করে আদালতে যায় বিমা সংস্থাটি। মাদ্রাজ হাইকোর্ট অবশ্য সংস্থার আবেদন খারিজ করে চার সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা মহিলার হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে