সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৫:১১:১৯

‌‘বেশি সময় ক্ষমতায় থাকলে অলস হয়ে যায় নেতাকর্মীরা’

 ‌‘বেশি সময় ক্ষমতায় থাকলে অলস হয়ে যায় নেতাকর্মীরা’

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশেকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু সেই প্রচেষ্টা ধ্বংস করতে আজো ষড়যন্ত্র চলছে। ৩ নভেম্বর সোমবার বিকেলে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়। সৈয়দ আশরাফ বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর কী আপরাধ ছিল? যারা বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়নি তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি অচল রাষ্ট্রে পরিণত করা। তারা ভেবেছিল এই চার নেতা না থাকলে বাংলাদেশ থাকবে না। সেই ষড়যন্ত্র এখনো কিন্তু চলছে। তিনি বলেন, বাংলাদেশেকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টাকে ধ্বংস করার জন্য আজো ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি, অনেক সময় ক্ষমতায় থাকলে নেতাকর্মীরা অলস হয়ে যায়। আমাদের উদ্যোগ নিতে হবে। সব সময় চোখ -কান খোলা রাখতে হবে। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ। ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে