স্পোর্টস ডেস্ক : ভারত সফরে আজ বুধবার নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৯টায় মাঠে নামবে মোমিনুলরা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
মোমিনুল হকের নেতৃত্বে গত সোমবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে সফরের সব ম্যাচ জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামার আশাবাদ ব্যক্ত করেন মোমিনুল হক। তিনি বলেন, ‘জয়ের অভ্যাস ধরে রাখতে চাই। আমাদের মূল লক্ষ্য থাকবে সফরের সবগুলো ম্যাচ জয় করা। ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে ম্যাচ জয় সম্ভব হবে।’
প্রথম ওয়ানডের পর ১৮ ও ২০ সেপ্টেম্বর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষেই একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচ খেলবে দু'দল।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ